ধাঁধা ও উত্তরসহ কঠিন ধাঁধা প্রশ্ন উত্তর বুদ্ধির গুগলি নতুন সহজ বাংলা ধাঁধা ২০২২
ফটোশপ অর্গানাইজেশন ইউকে, এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ,আশা করি আপনারা সবাই ভাল আছেন || আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি | আপনারা অনেক সময় মজার ধাঁধাঁ কঠিন ধাঁধাঁ সহজ ধাঁধাঁ বিভিন্ন রকম ধাঁধাঁ খুঁজে থাকেন গুগলে সার্চ করে তাই আজ এই পোস্টটি আপনাদের জন্য নিয়ে এসেছি | আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারিতা ও হবে |
ধাঁধা ও উত্তর । উত্তরসহ ধাঁধা
সহজ ধাঁধা । কঠিন ধাঁধা
ধাঁধা-১ কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়?
ধাঁধা-২ পারলে বলেনত দেখি – সাতের মধ্যে মা জননী। শেষ কথাটা সবাই জানি। এইটা কি?
ধাঁধা-৩ কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়?
ধাঁধা-৪ পারলে বলেনত দেখি – টুক-টুক দু’চার বাড়ি, খানিকক্ষন লছর-পছর, হয়ে গেল যখন ধূয়ে দিল তখন।এইটা কি?
ধাঁধা-৫তিন গোয়েন্দা সর্বপ্রথম কোন বইয়ে হ্যারিসন ওয়াগনার ফগর্যাম্পারকটের সাথে দেখা করে? (যদি ৩ গোয়েন্দা পড়ে থাকেন)
ধাঁধা-৬ পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি?
ধাঁধা-৭ কোন্ সে শয়তান,
নাকে বসে ধরে কান।ধাঁধা-৮ পারলে বলেনত দেখি – হাড় মট মট বাকলে দড়ি, তার পাতাতে হই তরকারী। এইটা কি?
ধাঁধা-৯ তিন অক্ষরের নাম তার বিচি কলা খায়
মধ্যের অক্ষর বাদ দিলে জলে উইড়া যায় ?
ধাঁধা-১০ পারলে বলেনত দেখি – কালিদাসের ছোট বেলার কথা, ৯০০০ তেতুল গাছে কয় হাজার পাতা ?
উত্তর:
১। ঘুম ।
২।নিরবতা!!
৩। টিভি।
৪। কাপড় পরিস্কার করা
৫। ৩ গোয়েন্দা।
৬। মেঘ।
৭। চশমা।
৮। পাট গাছ।
৯। বাদুর ।
১০। ১৮০০০ পাতা।
ধাঁধা প্রশ্ন উত্তর। বুদ্ধির ধাঁধা
ধাঁধা-১১ তোমার বউ তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে দেয় ?
উত্তরঃ ঘোমটা
ধাঁধা-১২ তিন অক্ষরের নাম মোর নাচতে পারি ভাল, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভালো ?
উত্তরঃ লাটিম ।
ধাঁধা-১৩ জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ ?
উত্তরঃ লবণ
ধাঁধা-১৪ ধরতে গেলে পালিয়ে যায়, রুপার মত রঙ; তবুও রুপা নয় ?
উত্তরঃ চাঁদ
ধাঁধা-১৫ পারলে বলেনত দেখি – বন থেকে বাহির হয় ওঝা পাছায় লাঠি মাথায় বোঝা। এইটা কি
— আনারস
ধাঁধা-১৬ মন কী আছে,কোন মালীকে যা তার বাগানে চারা, বীজ বা সার ফেলার আগেই ফেলতে হয়?
ধাঁধা-১৭ তিন অক্ষরে নাম আমার সুগন্ধি এক সাথী মাঝের অক্ষর কাটো যদিবাইশ পায়ে খাই লাথি কিন্তু যদি কাটো মাথা উঠব আবার গাছে মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে ?
ধাঁধা-১৮ মালের মধ্যে ‘তা’ দিওনা পথে ঘাটে মার খাবে, ভাদ্র মাসে দেখতে হলে পয়লা আখর বাদ যাবে।
শেষ দুটিকে কাটো যদি জননী দেয় তাঁর দেখা মাথায় কিছু না ঢুকলে জেলখানাতেই যায় শেখা ?
ধাঁধা-১৯ কাগজেতে বসে আছে নদী আছে জল নেই বন আছে পশু ছাড়া দেশ আছে লোক নেই পাথর গুলো ঠাঁয় ?
উত্তর:
১৬। মাটি।
১৭। বকুল।
১৮। মাতাল।
১৯। মানচিত্র।
ধাঁধা-২০ পারলে বলেনত দেখি – এক বেটির নাম পার্বতি, নাচতে নাচতে গর্ভবতী। এইটা কি?
— নাটাই সুতা
গুগলি ধাঁধা । নতুন ধাঁধা
ধাঁধা-২১ পারলে বলেনত দেখি – এক গাছে তিন তরকারী বলতে পারে কোন বেপারী। এইটা কি?
— কলাগাছ
ধাঁধা-২২ পারলে বলেনত দেখি – জল নয়, বৃষ্টি ও নয় কিন্তু ভিজে সারা, বাড়ীঘর ডুবল-ডুবল পাহাড়েরও চূড়া। এইটা কি?
— কুয়াশা
ধাঁধা-২৩ পারলে বলেনত দেখি – বিশাল তেলেসমতি, জোড়া দিলে ছোট হয়, কাটলে হয় বড়। এইটা কি?
— পুকুর
ধাঁধা-২৪তিন অক্ষরে নামচোরের বুক কাঁপে,শেষ দুটি ছেড়ে দিলেকাটে এক কোপে।কিন্তু যদি প্রথম ছাড়োদেখে লাগে দুঃখ,মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম ?
ধাঁধা-২৫সবার জন্য আসি ফিরেহোক সে রাজা নয়তো দাসি,আমাকে যে মানবে নাতার মুখ ময়লা নয়তো বাসি।আমি এলেই শান্তি ফেরে উজির নাজির বা বস্তিবাসিগৃহস্হতো অবশ্যইতস্কর ও হয় খুশি ?
ধাঁধা-২৬ বাবা যত দিলেন মা-ও দিলেন তত ভাই দিলেন অর্ধেক হলো দেখি কত গুণে হলো বিশ আমার আড়াই তাতে কত টাকা বাবা দিলেন কে পারে জানাতে?
ধাঁধা-২৭ আসে ডাকাত বাড়ি ঘেরে হাতে দড়ি ধরা জানালা দিয়ে ঘর পালায় গৃহী পড়ে ধরা?
ধাঁধা-২৮ নয়টা পয়সা দিয়ে তিন টাকা করতে হবে।পয়সার মান হবে আট আনা(৫০পয়সা) চার আনা(২৫ পয়সা) দশ পাই(১০পয়সা) পাঁচ পাই(৫পয়সা) এখন আমার প্রশ্ন হল কোন পয়সা কয়টা?
উত্তর:
২৪। দারোগা।
২৫। রাত।
২৬। ৭।
২৭। জাল।
২৮। ৫০-৫, ২৫-১, ১০-২, ৫-১
ধাঁধা-২৯ এক কুড়ি বার ভাই এক ঘরেতে থাকে সকল ভাইয়ের এক নামএকই নামে ডাকে।দুইবার জন্মে ছেলে বিনা বাপ মায় মরলে ছেলে বন্ধু বলে হাসি উড়ায় ?
ধাঁধা-৩০ শুড় দিয়ে করি কাজ নই আমি হাতী পরের উপকার করি তবু খাই লাথি ?
উত্তর:
২৯। দাঁত।
৩০। ঢেঁকি।
সহজ ধাঁধা উত্তর সহ । বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর
৩১) এমন কী আছে, কোন মালীকে যা তার বাগানে চারা, বীজ বা সার ফেলার আগেই ফেলতে হয়?
উত্তরঃ মাটি।
(৩২) কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়?
উত্তরঃ টিভি।
(৩৩) পারলে বলেনত দেখি – টুক-টুক দু’চার বাড়ি, খানিকক্ষন লছর-পছর, হয়ে গেল যখন ধূয়ে দিল তখন। এইটা কি?
উত্তরঃ কাপড় পরিস্কার করা ।
(৩৪) পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি?
উত্তরঃ মেঘ।
(৩৫) কোন্ সে শয়তান, নাকে বসে ধরে কান।
উত্তরঃ চশমা।
(৩৬) পারলে বলেনত দেখি – হাড় মট মট বাকলে দড়ি, তার পাতাতে হই তরকারী। এইটা কি?
উত্তরঃ পাট গাছ।
(৩৭) তিন অক্ষরের নাম তার বিচি কলা খায় মধ্যের অক্ষর বাদ দিলে জলে উইড়া যায়।
উত্তরঃ বাদুর ।
(৩৮) পারলে বলেনত দেখি – কালিদাসের ছোট বেলার কথা, ৯০০০ তেতুল গাছে কয় হাজার পাতা।
উত্তরঃ ১৮০০০ পাতা।
(৩৯) তিন অক্ষরে নাম আমার সুগন্ধি এক সাথী, মাঝের অক্ষর কাটো যদি বাইশ পায়ে খাই লাথি। কিন্তু যদি কাটো মাথা উঠব আবার গাছে, মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে।
উত্তরঃ বকুল।
(৪০) মালের মধ্যে ‘তা’ দিওনা পথে ঘাটে মার খাবে, ভাদ্র মাসে দেখতে হলে পয়লা আখর বাদ যাবে। শেষ দুটিকে কাটো যদি জননী দেয় তাঁর দেখা মাথায় কিছু না ঢুকলে জেলখানাতেই যায় শেখা।
উত্তরঃ মাতাল।
Tag: ধাঁধা ও উত্তর, উত্তরসহ ধাঁধা, সহজ ধাঁধা, কঠিন ধাঁধা, ধাঁধা প্রশ্ন উত্তর, বুদ্ধির ধাঁধা, গুগলি ধাঁধা, নতুন ধাঁধা, সহজ ধাঁধা উত্তর সহ, বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর
Labels: ধাঁধা ও উত্তরসহ কঠিন ধাঁধা প্রশ্ন উত্তর, বুদ্ধির গুগলি নতুন সহজ বাংলা ধাঁধা
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home