জুম্মা মোবারক পিক পিকচার স্ট্যাটাস হাদিস ছবি মেসেজ ফটো কবিতা এস এম এস ২০২২
জুম্মা মোবারক পিক, কিংবা জুম্মা মোবারক পিকচার লিখে যারা যারা অনলাইনে খুজে আমাদের টাইমফবিডিতে চলে আসছেন, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি জুম্মা মোবারক কালেকশনস। সো পোস্টটি থেকে আপনার সেবা গ্রহণ করুন এবং অন্যরা যাতে উপকৃত হয় সেজন্য পোস্টটি শেয়ার করুন আপনার ফেইজবুক টুইটার ইনস্টাগ্রামে।
জুম্মা মোবারক পিক
জুম্মা মোবারক পিক যারা খুজতেছেন তাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি। আপনারা এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন অনেক গুলো পিক কোন খুজাখুজি ছাড়াই। সো উপভোগ করুন আপনার পছন্দের সার্ভিসটি | হে মুমিনগন,জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয়,তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর,এবং কেনাবেচা বন্ধ কর,এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ !
জুম্মা মোবারক”
নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো মনের মতো সময় মতো নামাজ রোজা করো পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা তা না হলে পরকালে পেতে হবে সাজা বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা।
জুম্মা মোবারক”
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজরোজা অন্ধাকার কবর।
জুম্মা মোবারক”
জুম্মা মোবারক পিকচার
জুম্মা মোবারক স্ট্যাটাস যারা খুজতেছেন তাদের জন্য আজকে আমাদের এখানের কালেকশন। অনেকগুলো স্ট্যাটাস আমরা এই পোস্টে স্টেপ বাই স্টেপ সংযোক্ত করেছি। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার পছন্দের স্ট্যাটাসটি কপি করে শেয়ার করেন আপনার পছন্দের প্লাটফর্মে।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজরোজা অন্ধাকার কবর।
নামাজ কে আমি ভালবাসি নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।
ইসলাম শান্তির ধর্ম। এলেম শিক্ষা করে যে ব্যক্তি পরিতৃপ্ত হতে না পারে ধনের প্রাচুর্য তাকে কথনও সুখের সন্ধান দিতে পারবে না।
জুম্মা মোবারক হাদিস আপনি খুজতেছেন? তাহলে আপনার সুবিধার্থে বলে রাখি, আপনি সঠিক যায়গায় এসেগেছেন। আপনার পছন্দের এবং খুবই জনপ্রিয় কিছু হাদিস জুম্মার দিনকে নিয়ে এখানে আপনাদের মাঝে পোস্টে বিভিন্ন যায়গায় শেয়ার করেছি। মন দিয়ে পোস্টটি পরে আপনার কাছে ভালো লাগা হাদিসটি কপি করে শেয়ার করে দিন।
” মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
__হযরত মুহাম্মদ (সাঃ)”
” আগেই সালাম দেওয়ার চেষ্টা করো কেননা আল্লাহ কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী।
__হযরত মুহাম্মদ (সাঃ)”
জুম্মা মোবারক ছবি
জুম্মা মোবারক ছবি লাগবে আপনার? নিয়ে নিন আমাদের এই পোস্টটি থেকে আপনার পছন্দের সেই ছবিগুলো। অনেকগুলো ছবি আমরা এখানে দিয়েছি। সবার কাছে এই ছবিগুলো ভালো লাগবে আমরা আশাবাদী।
জুম্মা মোবারক মেসেজ
জুম্মা মোবারক মেসেজ খুজতেছেন বন্ধুবান্ধবদের জন্য? নিচে দেখুন এবং উপরের অংশে দেখুন আপনাদের জন্য অনেকগুলো মেসেজ এই পোস্টে দিয়েছি টেক্সট আকারে এবং পিকচার আকারে। যেমন পছন্দ আপনার সেরকমি বেছে নিয়ে নিন।
মানুষ সব সময় “মৃত্যু” থেকে বাঁচার “চেষ্টা” করে কিন্তূ জাহান্নাম” থেকে” নয়অথচ “মানুষ” চাইলে “জাহান্নাম”থেকে” বাঁচতে “পারে” কিন্তু “মৃত্যু” থেকে নয় । জুম্মা মোবারক
“মাগো” আমি শিখব না আর হাট্টিমা টিম টিম “কোরআন” থেকে শিখব আমি আলিফ -লাম- মীম ১ টা করে হরফে ১০ টা করে নেকী চল সবাই আজ থেকে কোরআন হাদীস শিখি। জুম্মা মোবারক
কিসের আমার বাহাদুরী কিসের অহংকার দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায় কে যাবে রে অচিন দেশে পাল তোলা এই নায়। তুমি যাবে আমি যাবো যাবে প্রিয়জন আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন। জুম্মা মোবারক
অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া। দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।
জুম্মা মোবারক ফটো
জুম্মা মোবারক ফটো খুজতেছেন? তাহলে সঠিক যায়গায় আসছেন আপনি। আপনার জন্যই আজকে আমরা এত কষ্ট করে পোস্টটি সাজিয়েছি। আপনি আপনার ফটো চয়েজ করে নিতে পারেন আমাদের দেয়া অনেকগুলো ফটো থেকে আর শেয়ার করতে পারেন আপনার সকল পছন্দের যায়গায়।
জুম্মা মোবারক এস এম এস
জুম্মা মোবারক এস এম এস আপনার লাগবে? আমরা আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতিদিন নতুন নতুন সকল সেবা আমাদের সাইটে এড করতেছি। সো আমাদের সাইটে নিয়মিত ভিজিট করতে অবশ্যি ভূলবেন না। আপনার পছন্দের এস এম এস টি খুজে নিন এই পোস্টের ভেতর থেকে খুব সহজে। আর অন্য যে কোন সেবা নিতে প্রয়োজন হলে এই সাইটের ডান পাশে উপরে সার্চবক্সে আপনার বিষয়টি লিখে সার্চ করে নিয়ে নিন আপনার সার্ভিসটি।
Love Yoυআল্লাহ কে বলোI Мιѕѕ Yoυনামায কে বলোI Вeleιve Yoυকুরআন কে বলোI Тrυѕт Yoυরাসুল(স)কে বলোI Нaтe Yoυশয়তান কে বলোI Don'т Careদুনিয়া কে বলোI Like Mustইসলাম কে বলো।
জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..! জুম্মা মোবারাক।
মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব! নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!
আলিম হব জাহিল থাকবনা। দাড়ি রাখব মিছা কথা বলব না। মিছামিছি হাসবনা ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব জলে উঠুন ঈমানি শক্তিতে।
হেলাই হেলাই দিন চলে যাই পারঘাটায়তে বইসা. সেস বিচারের দিনে তুমি বিনে আছে কেবা আমার { সকলকে জুম্মা মোবারক }
নিশ্চয়ই নামায মানুষকে পাপঅন্যায়অশ্লীলতা এবং লজ্জাহীনতার কাজ হতে বিরত {সকলকে জুম্মা মোবারক }
Tag: জুম্মা মোবারক, জুম্মা মোবারক পিক, জুম্মা মোবারক পিকচার, জুম্মা মোবারক স্ট্যাটাস, জুম্মা মোবারক হাদিস, জুম্মা মোবারক ছবি, জুম্মা মোবারক মেসেজ, জুম্মা মোবারক ফটো, জুম্মা মোবারক কবিতা, জুম্মা মোবারক এস এম এস
Labels: ছবি মেসেজ ফটো কবিতা এস এম এস ২০২২, জুম্মা মোবারক, পিক পিকচার স্ট্যাটাস হাদিস
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home